পূর্বপাকিস্তানে ভাষা আন্দোলন থেকে আইয়ুব বিরোধী প্রতিটি আন্দোলনে যে দলটি সর্বদা সক্রিয় ছিলো রাজপথে । সেই দলই হলো বর্তমান বাংলাদেশ জামায়ত ইসলাম।
পাকিস্তান সরকার জামায়াতের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে ক্ষ্যান্ত হয়নি জামায়াতের আমির কে ফাঁসির রায় কার্যকর করে। পাকিস্তান আমল থেকে বাংলাদেশ এই ধারা আজও অব্যাহত। এক এক সময় এক এক অজুহাত।
আল বদর, রাজারকার, শান্তি বাহিনী ছিলো পাকিস্তানের দোসর তাদের সেই অপকর্মে দোষ চাপায় বাংলাদেশ জামায়াত ইসলামের ওপর। যেমন শেখ মজিবের হত্যার জন্য জিয়াউর রহমানকে দোষ চাপান হয়।
৯ নং সেক্টর কমান্ডার মেজর জলিল কে বলা হয়ে ছিলো রাজাকার। সেক্টর কমান্ডার মেজর জিয়াকে বাংলাদেশের পবিত্র সংসদে বলেছে রাজাকার তা আজও আ,লীগ বলে অথচ সেই ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছে।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম লড়াইয়ে মাঠে নামে সিরাজ শিকদারের বাহিনী স্বাধীন বাংলাদেশে তাকেও বলে রাজাকার অবশেষে সিরাজকে দিয়ে বাংলাদেশে প্রথম গুম শুরু আজও পাওয়া গেলো না সিরাজকে তার পথ চেয়ে চেয়ে বহু বছর হয়তোবা পার করেছে তার পরিবার।
আদি থেকে অনন্তকাল সত্য মিথ্যার এই লড়াই থাকবে আমার যেন সত্যের পক্ষ হয়ে লড়াই করে মৃত্যু বরণ করতে পারি।
No comments:
Post a Comment