জামায়াত বিএনপির মুখোমুখি
আগামী নির্বাচন নিয়ে রয়েছে জনমনে নানা কৌতুহল। আওয়ামী লীগ স্বৈরাচারী হওয়ার কারণে আগামী নির্বাচনে থেকে বাদ পড়ার সম্ভবনা। স্বৈরাচারী আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে জামায়াত বিএনপি জোটবদ্ধ ভাবে আন্দোলন করেও ১৬ বছরে হাসিনার সরকারকে কিছু করতে পারেনি। হাসিনার বিরুদ্ধে আন্দোলন সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে জামায়াত ইসলামী। জামায়াতে শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে, ইসলামি ব্যাংক থেকে শুরু করে জামায়াতের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান দখল করেছে আওয়ামী লীগ। বিএনপির লক্ষ লক্ষ নেতার কর্মী বিরুদ্ধে হয়েছে মামলা।
৫য়ে আগস্ট পট পরিবর্তনের পর। সেই বিএনপি জামায়াত এখন মুখোমুখি। জামায়াত স্থানীয় সরকার নির্বাচন আগে চাই - বিএনপি চাই পরে, জামায়াত সংস্কার চাই - বিএনপি চাই আগে নির্বাচন, জামায়াত ফেস্টিট হাসিনার বিচার চাই, শিবির চাই বিশ্ববিদ্যালয় গুলোতে আগে নির্বাচন - ছাত্রদল চাই পরে। প্রতিটি জাগায় জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থা।
এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কারণ জাতীয় পাটির মত আগামীতে বিএনপি বা জামায়াত কেহ যে গৃহপালিত বিরোধী দল হবে না তা দৃশ্যত স্পষ্ট দেখা যাচ্ছে। ক্ষমতায় যে দল আসুক আগামীতে দেশ বাসি একটি শক্তিশালী বিরোধী দল পাবে।
আগামী নির্বাচনে বিএনপির বিশাল জয় হবার সম্ভব না ছিলো। কিন্তু ৫ আগস্টে পর বিএনপি কিছু বিতর্ক কারণে ও জামায়াত শক্তিশালী ভাবে মাঠে অবস্থা কারণে আর ইসলামি দল গুলোর ঐক্যের শুর বিএনপির কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে।
যদি ইসলামি দল গুলো আগামী নির্বাচনে এক জোট হয়, তবে এদের জয় হবার সম্ভব বেশি। আর যদি ইসলামি দল গুলো একজট না হয় তবে বিএনপির জয় হবার সম্ভবনা বেশি। বিএনপি যদি জয় লাভ করে তবে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে মাঠে। বিএনপি জামায়াতের এমন মুখোমুখি অবস্থান এটা গনতন্ত্রের সৌন্দর্য আর আগামীতে যে দল ক্ষমতা আসুক না কেন কেহ আর হাসিনার মত ফেস্টিট হতে পারবেনা। একটি সুন্দর গনতান্ত্রিক রাস্ট্রের জন্য বিএনপি জামায়াতের মুখোমুখি অবস্থান প্রয়োজন।
Tags
# Bangladesh
# blog
# Other
# Recent
# অন্যান্য
# দেশ
Share This
About Iqbalhusseinbeltu.blogspot.com/
দেশ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment