ইসলাম কি কওমীদের পৈতৃক সম্পদ - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

ইসলাম কি কওমীদের পৈতৃক সম্পদ

Share This


আল্লাহ কুরআনে বলেছেন: “তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।” [সূরা আলে ইমরান, ৩:১১০]

সবচেয়ে ভালো যে কাজের আদেশ মুসলিমরা দিতে পারে তা হল তাওহিদের প্রকৃত বিশ্বাস এবং কুরআনকে ধারণ ও প্রয়োগ করা। সবচেয়ে মন্দ যে কাজের নিষেধ করতে পারে তা হল অবিশ্বাস ও কুরআন থেকে মুখ ফেরানো। যেহেতু মুসলিমরা আজ তাদের কার্যকলাপ ও চিন্তা ধারার সাথে কুরআনের যোগসূত্র ব্যাপকভাবে হারিয়ে ফেলেছে পীর পুজারী, মাজার পুজারী দেওবন্দের কারণে।  তাই তারা আল্লাহর প্রদত্ত মহান দায়িত্ব পালনে সক্ষম নয়।

এজন্য মানবতার আজ এই অবস্থা। বর্তমান কালের সাথে কুরআন নাজিলের সময়কার পরিস্থিতির খুব একটা পার্থক্য দেখা যায়না। ধর্মনিরপেক্ষতা, বস্তুবাদ প্রভৃতি নাস্তিক দর্শনে পৃথিবী ছেয়ে গেছে। এসব মানব সৃষ্ট মতবাদ কখনোই মানুষকে সত্যিকার সুখ দিতে পারেনা, এসব মতবাদ মানবজাতিকে সঠিক পথ দেখাতে অক্ষম। এর সাথে বাংলাদেশের এক শ্রেণির লেবাস ধারী ভণ্ড পীর পুজারী, মাজার পুজারী, চরমুনাই কওমী দেওবন্দ কওমী এই পবিত্র কুরআন কে নিয়ে ব্যবসা পেতে বসেছে। কুরআন দিয়ে কেহ করে তাবিজের ব্যবসা, কেহ বা রুমালের ব্যবসা, কেহ আবার ফুর- ফার ব্যবসা।

যে মুসলিম জাতি সমগ্র মানবজাতিকে পথ দেখাবে তারা আজ নিজেরাই অগণিত সমস্যায় জর্জরিত। তাদের এসব সমস্যার সমাধান কি কুরআনে দেয়া হয়নি? মুসলিমরা কুরআনে উত্তর খুঁজেনা বলেই তারা সমস্যার সমাধান পায়না। মুসলিমরা বন্ধু আর শত্রুর পার্থক্য করতেও অক্ষম হয়ে পড়েছে। এই ধর্ম ব্যবসায়ীদের জন্য।

মুসলিমরা সংখ্যায় এক বিলিয়নেরও অধিক (পৃথিবীর জনসংখ্যার চার ভাগের একভাগ), কিন্তু এই বিপুল পরিমাণ মুসলিম শক্তিতে দুর্বল। বিভিন্ন দেশে মুসলিম নিধন চলছে। আল্লাহর সাহায্য কখন আসবে? এসব প্রশ্নের উত্তর কুরআনের পাতায় পাতায় সুস্পষ্ট ভাষায় লেখা আছে। আর এই সব দেওবন্দী কওমি, পীর পুজারীরা মুসলমানদের মাঝে ফেতনা সৃষ্টি করে বিভক্ত করে রেখেছে তাদের ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখতে। কেহ আবার ইহুদি খ্রিস্টানদের গুপ্তচরের কাজে নিয়জিত।  কওমীরা বলে তোমরা ফতোয়া দেবে কেন? ফতোয়া তো কওমিরা দেবে। ইসলাম কি কওমীদের পৈতৃক সম্পদ??

No comments:

Post a Comment

Pages