তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারা। - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ৫৭ ধারা।

Share This
  এতে ইলেকট্রনিক ফর্মে মিথ্যা, অশ্লীল বা মানহানিকর তথ্য প্রকাশ সংক্রান্ত অপরাধ ও এর দণ্ড সম্পর্কে বলা হয়েছে:-

   ১/- কোন ব্যক্তি যদি ওয়েবসাইটে বা অন্য কোন ইলেকট্রিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা প্রচার করেন। যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়লে দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হতে পারেন অথবা যাহার দ্বারা মানহীন ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয় রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরণের তথ্যাদির মাধ্যমে কোন ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্জ হইবে একটি অপরাধ।

   ২/- কোন ব্যক্তি উপ-ধারা (১) এর অধীনে অপরাধ করিলে তিনি অনধিক চৌদ্দ বছর এবং অন্যূন সাত বছর কারাদণ্ডে এবং অনধিক এক কোটি টাকা অর্থ দণ্ডে দণ্ডিত হবেন।

No comments:

Post a Comment

Pages