জায়নামাজের পাটিয় আমাদের লিরা বা ক্ষেপণাস্ত্র - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

জায়নামাজের পাটিয় আমাদের লিরা বা ক্ষেপণাস্ত্র

Share This

লিরা কি? তুরস্কের টাকা নাম লিরা। আমেরিকার সাথে তুরস্কের যে অর্থনৈতিক যুদ্ধ চলছে সেই যুদ্ধে তুরস্ককে বিজয়ী করতে বিশ্বের বিভিন্ন দেশ প্রকাশে তুরস্কের পাশে এসে দাড়িয়েছে। তার মধ্য উল্লেখযোগ্য হলো কাতারের ১৫ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ বিনিয়োগ,  এছাড়াও জার্মানি, রাশিয়া,ইন্দোনেশিয়া, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশ তাদের পাশে দাড়িয়েছে।

এরদোগানের ঘোষণা দিয়ে তার দেশে জনগণকে লিরা কিনতে বলেছে এতে তুরস্কের অর্থনীতি শক্তিশালী হবে। এই ঘোষণার সাথে সাথে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম জনগণ লিরা কিনতে শুরু করেছে আর তুর্কী পণ্য। এর মধ্যে সব থেকে কাতারের জনগণ লিরা কিনেছে বেশি। পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর,সৌদ সহ বিভিন্ন দেশের জনগন লিরা আর তুর্কী পণ্য কিনছে এতে তুর্কী অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ পরাশক্তি আমেরিকা কে অভারটেক করে তুরস্কে পাশে দাড়িয়েছে। সেখানে আমাদের মত বাংলাদেশ কি করতে পারে? আমরাও মুসলিম জাতির স্বার্থ তুরস্ক অর্থনীতি কে শক্তিশালী করে পারি।

কিভাবে করবো তুরস্কে অর্থনীতি কে শক্তিশালী???
আমরা তুরস্ক ও এরদোগানকে ভালোবাসি। বাংলাদেশের গ্রাম- গঞ্জে, থানা বা জেলা শহরে লিরা পাওয়া যাবেনা আর পাওয়া গেলেও তা অনেকে কিনতে পারবে আবার পারবেনা। তাহলে এখন যেটা সকলে পক্ষে সম্ভব তা হলো জায়নামাজের পাটি, টুপি,তসবি সব থেকে ভালো হয় জায়নামাজের পাটি কিনলে।

 বিশ্বের সকল মুসলিম দেশে তুরস্ক জায়নামাজের পাটি রপ্তানী করে থাকে। এই তুর্কি জায়নামাজের পাটি বাংলাদেশ প্রায় প্রতিটি ঘরে আছে। তুর্কী জায়নামাজের পাটি বিভিন্ন দামের আছে। যা বাংলাদেশ প্রায় সকল হাট- বাজার দোকান -পাটে পাওয়া যায়। আসুন আমরা একটি করে জায়নামাজের পাটি কিনি। যদি একটা জায়নামাজের পাটির দাম ৩ শত টাকা হয় তবে এক কোটি জায়নামাজের পাটির দাম কতো আসবে?  আমরা পিপড়ে হয়ে হাতির মত আমেরিকাকেও আঘাত কতরে পারি। তুর্কি জায়নামাজের পাটি-ই আমাদের ক্ষেপণাস্ত্র। যা দিয়ে আমরা আঘাত হানতে পারি আমেরিকা মত দেশকে।

No comments:

Post a Comment

Pages