সাইয়েদ কুতুবেরপ্রতিছবি - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

সাইয়েদ কুতুবেরপ্রতিছবি

Share This



জালিম সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা নির্মম নির্যাতনের সম্মুখীন হয়েছে তার মধ্যে সাইয়েদ ইমাম কুতুব একজন। টকবক করে জ্বলতে থাকা গরম পানি অনবরত ইমাম কুতুবের মাথায় ঢেলতো।

তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন আবার জ্ঞান ফিরলে একই নিয়মে গরম পানি ঢালতো জালিম শাসক । কারাগারের ভেতরে পাগলা  কুকুর ছেড়ে দিয়ে চালানো হতো নির্যাতন। এভাবে ইমাম কুতুবের ওপর প্রতিদিন চলতো বর্বরোচিত অত্যাচার।

এরপরও তিনি ইমাম কুতুব ছিলেন সত্যের পথে নির্ভীক সৈনিক। ইমাম কুতুবের ঈমানী শক্তির কাছে হেরে গিয়ে। ইমাম কুতুবকে ফাঁসি দিয়ে হত্যা করে মিসরের জালিম সরকার।

ড. শফিকুল ইসলাম মাসুদের ওপর যে পৈশাচিক বর্বর অত্যাচার চালানো হয়  তা বাংলার ইতিহাসে আর নাই। হাজারো অত্যাচার তিনি সত্যের পথে থেকেছে অবিচল সৈনিক। অত্যাচারীর পারেনি মাসুদকে সত্যের পথ থেকে সরাতে। তিনি সেই একই নিয়মে দ্বীনের দাওয়াতী কাজ পরিচালনা করে যাচ্ছেন।

ড.শফিকুল ইসলাম মাসুদের মধ্যে যেন ইমাম কুতুবের ছবি ভাসে।

No comments:

Post a Comment

Pages