সাল ১৭৮৩ আমিরিকান নেভির জাহাজ এই প্রথম আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করল। বীরের বেশে এগিয়ে চলছে তারা। কিন্তু উচ্ছ্বাস বেশিদিন টিকলনা।
আলজেরিয়ার কাছাকাছি, তৎকালীন SuperPower উসমানীয় খিলাফতের নেভির হাতে আমিরিকান জাহাজ অবৈধ প্রবেশের দায়ে ধরা পড়ে। ১৭৯৩ সালে আরও ১২ টি জাহাজ ধরা পড়ে।
কোনোকিছুতে না পেরে উসমানীয় নেভিকে মোকাবিলার জন্য স্টীল নির্মিত জাহাজ তৈরি করার জন্য ইউএস কংগ্রেস প্রেসিডেন্ট ওয়াশিংটনকে ৭০০,০০০ স্বর্ণমুদ্রা ব্যায় করার অনুমতি প্রদান করে কিন্তু বাস্তবতা হল, উসমানীয় খিলাফতের নেভিকে মোকাবিলার মত সামর্থ্যের ধারেকাছেও ছিলনা আমিরিকান নেভি।
ফলে এক বছরের মাথায়, খিলাফতের সাথে এক চুক্তি করতে বাধ্য হয় আমিরিকা। যার নাম ছিল “বারবারি চুক্তি”।
#চুক্তির_শর্তগুলো_ছিল_নিম্নরূপ ঃ-
★আমিরিকাকে এককালীল ৯ লক্ষ ৯২ হাজার ৪৬৩ ডলার পরিশোধ করতে হবে।
★আটক জাহাজগুলো ফেরত দেয়া হবে এবং আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরে আমিরিকাকে প্রবেশাধিকার দেয়া হবে তবে এর বিনিময়ে আমিরিকান সরকার অটোম্যানদেরকে ৬ লক্ষ ৪২ হাজার ডলার সমমূল্যের স্বর্ণমুদ্রা প্রদান করবে।
★আমিরিকাকে বার্ষিক ১২ হাজার ডলার মূল্যের স্বর্ণমুদ্রা কর হিসেবে দিতে হবে।
★ আমিরিকার আটক করা নাবিকদেরকে ফেরত নেয়ার জন্য ৫ লক্ষ ৮৫ হাজার ডলার পরিশোধ করতে হবে। এছাড়াও খিলাফতকে কিছু স্টীল নির্মিত জাহাজও উপহার দিতে রাজি হয় আমিরিকা।
এই চুক্তি হয়েছিল তুর্কী ভাষায় এবং প্রেসিডেন্ট ওয়াশিংটন নিজে এতে সই করেছিল।
আমিরিকার ইতিহাসে এটাই একমাত্র চুক্তি যেখানে আমিরিকা অন্য ভাষায় লিখিত চুক্তিতে স্বাক্ষর করেছে এবং কোন জাতিকে বার্ষিক কর প্রদানে সম্মত হয়েছে।
আমরা সেই দিনের অপেক্ষায় আছি এরদোগান সেদিকে এগুচ্ছে।
No comments:
Post a Comment