সুলতানা সালাহ্উদ্দিন আয়ুবি - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

সুলতানা সালাহ্উদ্দিন আয়ুবি

Share This


সুলতান সালাহ্উদ্দিন আয়ুবি যখন তিনি মিসরের দায়িত্বনেন, তখন নিজ দেশের সেনা বাহিনী হয় ক্রুসেডদের দালাল।

আরবদের আমির, উজির, এমন কি খলিফ ও সেনা প্রধান হয়ে ওঠে তার বিরুদ্ধে।  আর ও পাশে জার্মান, ফ্রান্স, ব্রিটেন সহ সকল ইউরোপ দেশ সালাহ্উদ্দিন আয়ুবির বিরুদ্ধে দাড়ায়।

আল্লাহু রহমতে তিনি গাজী সালাহ্উদ্দিন আয়ুবি সকলকে প্রতিহত করে ফিলিস্তিন জয় করে বিজয়ী বেশেই জেরুজালেমে প্রবেশ করেন।

আজ ঠিক এমন অবস্থা এরদোগান এক পাশে ঠিক সে সময়ের মত ইহুদী - খ্রিস্টানদের দালাল আরবের রাজারা একপাশে ইহুদীরা এক পাশে ব্রিটিশ - মার্কিন ওপর পাশে আর নিজ দেশের ক্রুসেডরদের দালাল সেনা বাহিনী ইতিমধ্যে পরাস্থ করে বিজয় এরদোগান। সেই দিন সম্মুখে যেদিন সকলকে পরাস্ত করে বিজয় করবে জেরুজালেমে -
সুলতান এরদোগান।

No comments:

Post a Comment

Pages