রাসুলুল্লাহ (স) ও তার সাহাবীদের পর আরবদের যতো আমির রাজা হয়েছে তাদের প্রায় সকলের চরিত্রে নারী মদদের গন্ধ পাওয়া যেত।
মুসলিমদের প্রথম কেবলা জেরুজালেম ফিলিস্তিন মুক্ত করেন হযরত উমর (রা) কিন্তু ক্ষমতা লোভী আরব রাজা বাদশাহদের কারনে জেরুজালেম বেশি দিন টিকিয়ে রাখতে পারেনি।
বহু বছর পর মুসলিমদের জাতীয় বীর গাজী সালাহ্উদ্দিন আয়ুবি দ্বিতীয় বারের মত মুসলিমদের প্রথম কেবলা জেরুজালেম ফিলিস্তিন জয় করে।বিজয়ী বেশে প্রবেশ করে আল আকসায় মসজিদে মুসলিমদের প্রথম কেবলায়। ইউরোপের সকল দেশের সেনাবাহিনীকে অরব ভূমি থেকে বিতাড়িত করতে সক্ষম হয় সুলতান সালাহ্উদ্দিন আয়ুবি।
এই পবিত্র ভূমি জেরুজালেম কে মুক্ত রাখতে সক্ষম হয় মুসলিমদের গৌরবান্বিত খেলাফত ওসমানী খেলাফত তথা অটোম্যান তুর্কী। এই জেরুজালেম ছয় শত থেকে সাত সত বছর মুক্ত রাখে অটোম্যান তুর্কীরা।
এর মধ্যে ইউরোপের সমগ্র দেশের সেনা শক্তি মিলিত হয়ে শত শত বার আক্রমণ করে জেরুজালেম পুনরুদ্ধারের জন্যে কিন্তু অটোম্যান তুর্কী তথা ওসমানী খেলাফত তাদের প্রতিটি আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। এরই মধ্যে জন্ম নেয় আরব ভুমিতে মীর জাফর। যারা ক্ষমতার জন্য আরব জাতীয়তাবাদের জন্ম দিয়ে হাত মেলায় ক্রুসেডদের সাথে আর পবিত্র ভুমি ফিলিস্তিন তুলেদেয় ইহুদীদের হাতে।
আজও পর্যন্ত মুসলিমদের প্রথম কেবলা উদ্ধার করে পারেনি ক্রসেডরদের থেকে। আর প্রতিদিন রক্তাক্ত ও শহীদ হচ্ছে ফিলিস্তিন বাসী।
নিঃস্বার্থ ও নিবেদিত চিত্ত অটোম্যান তুরস্ক যে খেলাফত পরিচালনা করেছে তা মুসলিম বিশ্বে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই মুসলিম বিশ্বকে পরিচালনার যোগ্যতা একমাত্র তুরস্ক অটোম্যানরা রাখে।
No comments:
Post a Comment