- Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।


তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বললেন - তুরস্ক টাকা দিয়ে অস্ত্র কিনতে চাইলে কংগ্রেসের অনুমতির অজুহাতে আটকে দেয়া হয়। তুরস্কের জাতি কারও অধীনস্থ হয়ে থাকবেনা।

পাকিস্তান যদি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ১০০০বা১৫০০ কি,মি, আর ভারত যদি ২০০০বা২৫০০ কি,মি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে।  তবে ভারতের বিরুদ্ধে না পাকিস্তানকে আমেরিকা হুশিয়ারী বার্তা দিয়ে দেয়।

অবৈধ ভাবে ইসরাইলি পারমাণবিক বোমা মোজুদ করেছে এ নিয়ে জাতিসংঘ তথা পশ্চিমারা নীরব কিন্তু ইরান যে পারমানবিক প্রক্রিয়া বিদ্যুৎ উৎপাদনের করার জন্য  ইউরেনিয়াম মজুদ করছে যা তাদের অধিকার, সেখানে পশ্চিমারা জাতিসংঘ ব্যবহার করে ইরানে ওপর নিষেধাঙ্গা চাপিয়ে দেয়।

দক্ষিণ সুদানের সন্ত্রাসীদের দমনের জন্য সুদান যে অভিযান পরিচালনা করে ছিলো সেখানে পশ্চিমারা বিবিসি, ভয়েচ অফ আমেরিকা সহ তাদের সকল মিডিয়ায় প্রচার করলো দক্ষিণ সুদানে গণহত্যা চলছে ওরা জাতিসংঘ ব্যবহার করে সুদান থেকে দক্ষিণ সুদান স্বাধীন করে দিলো।

ইন্দোনেশীয় থেকে পূর্ব তিমুরকে পশ্চিমারা বিভিন্ন কৌশলে জাতিসংঘ ব্যবহার করে স্বাধীন করে দিলো।

জর্জিয়া থেকে রাশিয়া তার সামরিক শক্তি ব্যবহার করে দক্ষিণ ওকেসাচকে পৃথক করলে দিলো। তেমনি ইউক্রেন থেকে ক্রিমিয়া। কেন জাতিসংঘের নিরবতা?

বিশ্বের সব থেকে বড় ও পুরাতন সমস্যা ইসরাইল।  গোটা বিশ্ব যেখানে একমত দখলদার ইসরাইলি থেকে ফিলিস্তিনদের স্বাধীনের ব্যপারে সেখানেও ঐ পশ্চিমারা বাধার দেয়াল কারণ ফিলিস্তিনীরা মুসলিম।

কাশ্মীরি জনগণে ভাগ্য নির্ধারনের জন্য জাতিসংঘে যে গণভোটের প্রস্তাব পাশ করেছিলো তা আজও বাস্তবায়ন করা হয়নি, তার কারণ কাশ্মীর জনগণ মুসলিম।

বিশ্বের নজির বিহীন গণহত্যা  চলেছে বার্মায় রোহিঙ্গাদের ওপর কিন্তু কোন কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে পারিনি জাতিসংঘ। নির্মম গণহত্যা লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে বাংলাদেশে আস্রয় নিয়েছে।

জাতিসংঘের মাধ্যমে ওরা এখনোও ক্রুসেড চালিয়ে যাচ্ছে মুসলিমদের ওপর। আজ প্রয়োজন মুসলিম নেতৃবৃন্দের তুরস্কের সাথে ঐক্যবদ্ধ হওয়া। যদি মুসলিমরা তুরস্কের সাথে ঐক্যবদ্ধ না হয় তবে এই শোষণ অব্যাহত থাকবে।

No comments:

Post a Comment

Pages