গণতান্ত্রিক রাজনীতিতে যে আওয়ামীলীগ বরাবর দুর্বল। - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

গণতান্ত্রিক রাজনীতিতে যে আওয়ামীলীগ বরাবর দুর্বল।

Share This
একজন জামায়াত নেতার কাছে হার মানিয়েছে আওয়ামীলীগ!

 ব্রিটিশ পার্লামেন্টের উ”চকক্ষ হাউস অব লর্ডসে আয়োজিত বাংলাদেশ বিষয়ক সেমিনারে আওয়ামী লীগের অংশ না নেওয়াকে রহস্যজনক ও দেশের জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামি ইউরোপের মুখপাত্র মোহাম্মদ আবু বকর মোল্লা। তিনি আরো বলেন কয়েক মাস পুর্বে পার্লামেন্টের একটি কক্ষে এই ধরনের অনুষ্ঠান চলছিলো তখন আওয়ামীলীগের প্রতিনিধিত্বকারীগন জামাতের ব্যাপারে মিথ্যা তথ্য দেয়ায় তিনি জোড়ালো ও তথ্যভিত্তিক যুক্তি দেওয়ায় তখন তারা অনুষ্ঠানে হৈ চৈ শুরু করে। তখন পার্লামেন্টের সদস্যগন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের তথ্য সম্পুর্ন ভুল। এখন তারা জামায়াত ও বিরোধীদলের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিতে পারবেনা বলে তারা অনুষ্ঠান বয়কট করেছে। তিনি আরো বলেন, দাওয়াত পত্রে জামায়াত প্রতিনিধির নাম সহ সকলের নাম উল্লেখ থাকা সত্বেও তারা বলছেন জামায়াত প্রতিনিধি থাকায় তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেননা, আওয়ামীলীগ যে মিথ্যাবাদী তাও পার্লামেন্টে প্রমান করে গেলো। তারা সরকারের টাকায় ও সাধারন জনগনের টেক্সএর টাকায় লন্ডনে এসেছিলেন, পার্লামেন্টেও গিয়েছেন কিন্তু মাত্র একজন জামায়াত নেতার সাথে যুক্তি তর্কের কাছে হারমানিয়ে অনুষ্ঠান বয়কট করলেন।  পার্লামেন্টের এই সভায় আওয়ামীলীগ বয়কট করায় লন্ডনের সাধারন জনগনের মুখে মুখে ব্যাপক সমালোচিত হচ্ছে।

জামায়াতে ইসলামি ইউরোপের মুখপাত্র মোহাম্মদ আবু বকর মোল্লা দীর্ঘদিন থেকে লন্ডনের বিভিন্ন টেলিভিশন গুলোতে টক শো তে যুক্তি তর্কের মাধ্যমে সাধারন মানুষকে বুঝাতে সক্ষম হয়েছে। তার এই অসাধারন ক্ষমতা ও অতি টেলেন্ট এর কাছে আওয়ামীলীগ মিথ্যা তথ্য পার্লামেন্টে দিতে পারবেনা যেনে এই সভা বয়কট করেছেন বলে জানান কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিকে বাংলাদেশ থেকে আসা আওয়ামীলীগ প্রতিনিধিগন পার্লামেন্টের সভায় অংশ না নেওয়ায় তীব্র নিন্দা জানান বিএনপির ¯’ায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামীলীগ জামায়াতের উপস্থিতের কারন দেখিয়ে সেমিনারে অংশ না নেওয়ায় দেশের ভাবমূর্তি ক্ষন্ন হয়েছে। বুধবার লন্ডনের ব্রিকলেনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ওই আলোচনায় অংশ নিতে ঢাকা থেকে আওয়ামী লীগের তিনজন জ্যেষ্ঠ নেতা লন্ডনে এসেছেন। “উনারা দুপুরে লাঞ্চ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। কিš‘ তারপরে কেন গেলেন না, এটা রহস্যের, সবার কাছেই একটা রহস্য।” লন্ডনের ¯’ানীয় সময় মঙ্গলবার বিকালে হাউস অব লর্ডসে ‘বাংলাদেশে সন্ত্রাসবাদ ও আইনের শাসন’ শিরোনামে একটি সেমিনার হয়। এই সেমিনারে অংশ নিতে আওয়ামী লীগের পক্ষে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি লন্ডনে আসলেও শেষ পর্যন্ত তারা তাতে অংশ নেননি। হাউস অব লর্ডসের স্বতন্ত্র সদস্য আলেক্সান্ডার চার্লস কারলাইল আয়োজিত ওই আলোচনায় বিএনপির প্রতিনিধিরা ছাড়াও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি ছিলেন।  

 ওই আলোচনায় অংশ না নিয়ে আওয়ামী লীগ নেতারা আয়োজকদের অপমানিত করেছেন মন্তব্য করে খসরু বলেন, “উনারা দেশে গণতন্ত্র বিশ্বাস করেন না। বিদেশেও প্রমাণ করলেন গণতন্ত্রে বিশ্বাস করেন না, আলোচনায় বিশ্বাস করেন না, সমঝোতায় বিশ্বাস করেন না, যুক্তিতে বিশ্বাস করেন না।” এই বিএনপি নেতা বলেন, আলোচনায় অংশ না নেওয়ার কারণ হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে বসতে আপত্তির কথাও বলা হয়েছে। কিš‘ তারা এ বিষয়ে আগে আয়োজকদের কাছে কোনো আপত্তি তোলেনি বলে দাবি করেন তিনি। ‘হঠাৎ করে’ আওয়ামী লীগ নেতাদের পিঠাটানে সেমিনার কক্ষে ‘বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উপস্থিত সবাই খুব বিব্রত হয়েছে। তারাও বিব্রত হয়েছেন। “সবাই অবাক হল, বিব্রতকর অবস্থার সৃষ্টি হলো এটা বাংলাদেশের জন্যও বিব্রতকর।” বিকালে এই সেমিনারের আগে লন্ডনে ‘কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত মধ্যাহ্নভোজেও আওয়ামী লীগ নেতারা ছিলেন বলে জানান তিনি। সভায় যুক্তরাজ্যের পরররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড অংশ নিয়েছিলেন জানিয়ে খসরু বলেন, সেখানে বক্তব্যে বাংলাদেশে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়েছেন ফিল্ড। তাদের অনুপউপস্থিতিতে সেমিনারের আয়োজক লর্ড কারলাইল ‘হতাশা’ প্রকাশ করেন বলে জানান আমীর খসরু। ‘এটা অসৌজন্যমূলক, ও কাপুরুষাচিত’ বলে লর্ডসভার এই সদস্য প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে দাবি করেন তিনি। একে আওয়ামী লীগের ‘অগণতান্ত্রিক’ আচরণের বহিঃপ্রকাশ আখ্যায়িত করে খসরু বলেন, “সেখানে আলোচনায় উঠে এসেছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা আলোচনায় বিশ্বাস করে না, যারা আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বাস করে না, তারাই এটা করতে পারে।” এর মধ্য দিয়ে জবাবদিহিতে আওয়ামী লীগের অনীহার বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন আমীর খসরু।

No comments:

Post a Comment

Pages