তুরস্কের সিলেবাস থেকে উঠেে যাচ্ছে ডারউইনের তত্ত্ব। - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

তুরস্কের সিলেবাস থেকে উঠেে যাচ্ছে ডারউইনের তত্ত্ব।

Share This
 তুরস্কের সিলেবাস থেকে উঠে যাচ্ছে ডারউইন তত্ত্ব।

 স্কুলপর্যায়ে নতুন সিলেবাস প্রণয়ন করছে তুরস্ক। গত মঙ্গলবার দেশটির শিক্ষামন্ত্রী জানিয়েছে নতুন সিলেবাসে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে চার্লস ডারউইনের বিবর্তনবাদ থাকছে না পাঠ্যবইয়ে। তুর্কি শিক্ষামন্ত্রী ইসমত ইলমাজের মতে, বিবর্তনবাদের মূল বিষয়বস্তু ইতোমধ্যেই বিজ্ঞান পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে বিশ্ববিদ্য ালয় পর্যায়ের আগে এতে ডারউইনের নাম উল্লেখ থাকবে না। এক সংবাদ সম্মেলনে এই মন্ত্রী বলেন, ‘স্কুল সিলেবাসে বিবর্তনবাদ তত্ত্বটি রাখা হয়নি কারণ এটি (স্কুল) ছাত্রদের সাথে সরাসরি সম্পৃক্ত নয় এবং তাদের জন্য এটি বোধগম্যও হবে না।’ সিলেবাস প্রণয়ন নিয়ে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করছেন কেউ কেউ। বিরোধী দল রিপাবলিকান পার্টির এমপি মোস্তফা বালবে মনে করেন বিবর্তনবাদ স্কুলছাত্রদের জন্য উপযুক্ত নয় ভাবার অর্থ হচ্ছে তাদের হেয় প্রতিপন্ন করা। এই এমপি বলেন, ১৮ বছরের একজন ছাত্র যদি ভোটে দাঁড়াতে পারে এবং ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে তাহলে সে অবশ্যই বিবর্তনবাদ বুঝতে পারবে। ডারউইনের বিবর্তনবাদ একটি বিতর্কিত বিষয়। ইসলাম ও খ্রিষ্ট ধর্মে বিশ্বাসীরা সব সময়ই এটিকে ভুয়া হিসেবে অভিহিত করেন। আল কুরআন ও বাইবেলে আল্লাহ বিশ্ব জাহান ও মানুষ সৃষ্টি করেছেন এ কথাটি স্পষ্ট করে বলা হয়েছে। প্রসঙ্গত, বিজ্ঞানী ডারউইন ১৮৫৯ সালে অরিজিন অব স্পেসিস নামে একটি বইয়ে দাবি করেন বানর থেকে বিবর্তিত হয়ে মানুষ সৃষ্টি হয়েছে। আসছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে তুরস্কের নতুন এই সিলেবাস চালু হবে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব অনেক বারই বলেছেন, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি প্রজন্ম গড়ে তুলতে চান তিনি। দেশটিতে একে পার্টি সরকার ক্ষমতায় আসার পর থেকে কামাল আতাতুর্কের সময় প্রচলিত ধর্মহীন শিক্ষাব্যবস্থার অনেক কিছুই ধীরে ধীরে পাল্টে ফেলা হচ্ছে। কামাল আতাতুর্ক সরকার তুরস্কের মাদরাসা শিক্ষাব্যবস্থা বাতিল করেছিলেন। পরে অনেকটা একই আঙ্গিকে ইমাম হাতিপ নামে একটি বিশেষ ধরনের স্কুল চালু করা হয় দেশটিতে। সেই সিলেবাসে জিহাদকে দেশপ্রেমের অংশ বলা হয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘কোনো বিষয় সম্পর্কে ভুল ধারণা থাকলে তা দূর করা আমাদের দায়িত্ব। এ কারণেই জিহাদের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত। জিহাদের প্রকৃত অর্থ হচ্ছে জাতির প্রতি ভালোবাসা।’
সূত্র - নয়া দিগন্ত

No comments:

Post a Comment

Pages