শয়তানের মুচকি হাসি - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

শয়তানের মুচকি হাসি

Share This

★★★আল্লাহ তা'আলা বলেনঃ إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ
"আইন একমাত্র আল্লাহরই"( সূরা ইউসুফঃ ৪০, ৬৭)।

★★★তিনি আরো বলেনঃ أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللّهِ حُكْماً لِّقَوْمٍ يُوقِنُونَ.
"তারা কি জাহেলিয়াতের আইন চায়? বিশ্বাসীগণের জন্য আল্লাহর চেয়ে উত্তম হুকুম দাতা আর কে হতে পারে?" ( সূরা আল মায়েদাহঃ ৫০)

★★★আল্লাহর রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "আল্লাহই হলেন আইনদাতা, আর তাঁর নিকট থেকেই আইন নিতে হবে"(আবু দাউদ হাদীস নং(৪৯৫৫), নাসায়ী, (৮/২২৬), বায়হাকী (১০/১৪৫) বিশুদ্ধ সনদে বর্ণিত)।

কুরআন ও হাদীসের এত সুস্পষ্ট ঘোষণা থাকার পরও অধিকাংশ মুসলমানরা ব্যাপারটির গুরুত্ব উপলব্ধি করতে পারে না, কারণ শয়তান তাদেরকে বিভিন্নভাবে তা উপলব্ধি করতে দেয় না।

আমাদের দেশে পীর পুজারী, মাজার পুজারী, হুজুর আধা হুজু, দেওবন্দ কওমী, চরমুনায় কওমী এরা এই দেশে বিভিন্ন ভাবে মুসলমানদের বিভক্ত করে রেখেছে। এরা ব্যস্ত কার মুখের দাড়ি খাঠ, কার পানজাবি খাঠ, কে পর্দা নিয়ে ফতুয়া দিলো আমাকে না বলে, নানা বিষয় এদেশে এরা ফেতনা ফেসাদ তৈরি করেছে।

এরা সম্পূর্ণ শয়তান ইবলিশের কাজে বস্ত। এরা আল্লাহর আইন বাস্তবায়নের সরকারকে কোন চাপে রাখেনা। বরণ এই দেওবন্দ কওমী, পীর পুজারী, মাজার পুজারীরা এই দেশে ভণ্ডামী  কাজে লিপ্ত। যারা ইসলামের সঠিক পথে চলে তাদের পিছে এরা লাগে। আর শয়তান ইবলিশ মুচকি হাসে।

No comments:

Post a Comment

Pages