সিংহের মাথার ওপর আজ বিড়াল খেলা করছে,
বড় ই দুর্ভাগ্য মুসলমানদের,
তারা শাহাদাতের আকাংখা ভুলে গিয়ে তাসবিহর দানার মধ্যে জান্নাত খুঁজছে।
-আল্লামা ইকবাল রহঃ
বড় ই দুর্ভাগ্য মুসলমানদের,
তারা শাহাদাতের আকাংখা ভুলে গিয়ে তাসবিহর দানার মধ্যে জান্নাত খুঁজছে।
-আল্লামা ইকবাল রহঃ
মহা কবি আল্লামা ইকবালকে এই তেতুল মোল্লা কাঠ মোল্লারা বলে ছিলো কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল। এই কাঠ মোল্লারা ব্রিটিশদের শাসন ও শোষণের বিরুদ্ধে কথা বলেনি।
সৈয়দ আবুল আলা মওদুদিকে এই তেতুল মোল্লারা বলেছিল কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল। সৈয়দ আবুল আলা মওদুদি ইসলামের প্রকৃত দর্শন দিয়ে ছিলো। তার মৃত্যু পর পবিত্র কাবা শরীফে জানাজায়ের নামাজ পড়ানো হয়।
কাজী নজরুল ইসলামকে এই দেওবন্দ, পীর পুজারী মাজার পুজারীরা বলে ছিলো কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল। আজ এই তেতুল মোল্লারা এদের কিতাব পড়ে।
এই তেতুল মোল্লারা বলেছিল ইংরেজি শিক্ষা করা যাবেনা। এটা ইহুদী খ্রিস্টানদের ভাষা। অথচ আজ এরা ইংরেজি শিখছে। বাংলাদেশের তরুণ যুবদের জনপ্রিয় ইসলামি বক্তব্য মিজানুর রহমান আজাহারীকেও বলে কাফের ইহুদি খ্রিস্টানদের দালাল।
এই তেঁতুল মোল্লারা এদের স্বার্থে জন্য যেকারো বিরুদ্ধে কাফের ফতুয়া দিতে পারে। এরাই হলো ইসলামের সব থেকে বড় দুষমন। তাই তো কবি কাজী নজরুল ইসলাম বলেছিল -
মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালাপাহাড়?
ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া দ্বার!
No comments:
Post a Comment