করোনা ভাইরাস যুদ্ধাস্ত্র ও ইসলাম - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

করোনা ভাইরাস যুদ্ধাস্ত্র ও ইসলাম

Share This


আজ বিশ্বের প্রায় ১৩'টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। চীনে এটা মারাত্মক আকার ধারণ করছে।
ভাইরাসের কারণে প্রতিদিনই মারা যাচ্ছে অনেক মানুষ। আক্রান্ত হচ্ছে অনেকেই। এটা দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। মধ্যচীনের প্রধান শহর উহান থেকে এর উৎপত্তি আর এই শহরের খাবার থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে বলে চীনা জনগণের ধারণা।

তবে বাংলাদেশের অনলাইন ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা গেছে এই করোনা ভাইরাসের উৎপত্তির ৩টা কারণ। 

প্রথমে - ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটির কারণ হলো চীনের ১০ লক্ষ মুসলিমকে বন্ধী করা। আর জানাগেছে চীনের সরকার পবিত্র কুরআনকে নতুন করে তৈরী করার ঘোষণা। ধর্মীয় বিশ্বাসী মানুষের ধারণা এটা আল্লাহর থেকে গজব।

২য় কারণ - আমরা জানি যুদ্ধে বিভিন্ন জীবাণু অস্ত্র ব্যবহার করা হয়ে থাকে। আর চীনের ল্যাবরেটরিতে জীবাণু ভাইরাস নিয়ে গবেষণা করা সময় এই করোনা ভাইরাস বেরিয়ে পড়ে এবং এতে ৭ জন ব্যক্তি আক্রান্ত হলে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।ডাক্তার পরিক্ষা নিরীক্ষা করে ফেসবুকে একটি পোষ্ট করে, ওই রুগীদের ও ওদের শরীরের থাকা করোনা ভাইরাস নিয়ে। এর পর-ই চীনের সরকারী বাহিনীর লোক এসে ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করে এবং ফেসবুক পোস্ট নামাতে বাধ্য করে। এমনটা এসেছে বিভিন্ন আন্তর্জাতিক পত্রপত্রিকায়। 

৩য় যে কারণ- চীনাদের পছন্দের খাবার বাদুড়ের সুপ, কুকুরের ফ্রাই,ইদুরের ফ্রাই, বিচ্ছুর ফ্রাই, শাপ, ব্যাং, বিড়াল, আরো নানা রকমের বন্যপ্রাণী।
তারা সেগুলো বিভিন্নভাবে খেয়ে থাকে। ধারণা করা হয়, এসব প্রাণী থেকেই করোনা ভাইরাসের উৎপত্তি। বিশেষ করে বাদুড় বা চামচিকা থেকে এর উৎপত্তি। বাদুড় নাকি আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতো। তো চলুন আমরা মধ্য চীনের প্রধান শহরের একটি বাজার দেখ আসি। তাহলে আমরা কিছুটা ধারণা পাবো। ভিডিও



একটা বিষয় খেয়াল করছেন এইযে শাপ, কুকুর, ইদুর, বাদুড় এগুলোর কোনটাই খাওয়া কিন্তু ইসলামে জায়েয নেই। কোন হারাম খাবার মানুষের সুফল বয়ে আনতে পারে না, হোক সেটা মুসলিম অথবা অমুসলিম। 

বৈজ্ঞানিক গবেষনায় এটা বহুবার প্রমানিত যে, আল্লাহর নিষেধাজ্ঞার পিছনে অবশ্যই  অনেক বড় কোন কারণ লুকায়িত, নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী।
একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে পবিত্র আল-কোরআন। কোরআন সমগ্র মানবজাতির জন্য আল্লাহর উপহার। সমগ্র মানবজাতিই এই পবিত্র কোরআন থেকে উপকৃত হতে পারে।
নিশ্চয় কোরআন সরল ও সঠিক পথ দেখায়।

No comments:

Post a Comment

Pages