সেই রোহিঙ্গা শিশুটি - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

সেই রোহিঙ্গা শিশুটি

Share This


যে শিশু মায়ের আচল তলে পরম মমতায় লালিত হবে, সে আজ মা- বাবা হারা।
ক্ষুদার্থ অশ্রেয়হীন, আশ্রায়ের জন্য জায়গা নাই বৃষ্টি ভেজা প্রকৃতি মাঝে আর এক অনাহারী বোনে কোলে। একই ছাতার তলে তাদের আশ্রয় স্থাল।


মুসলিমদের এই করুণ অবস্থা লিবিয়া,ফিলিস্তিন, ইয়েমেনে,ইরাক,সিরিয়া,আফগানে,কাশ্মীর, সর্বশেষ আরাকানে। মুসলিমদের জন্য সামরিক জোট গঠন করলো সৌদি আরব। সকল মুসলিম রাষ্ট্রের সামরিক জোট কি অবদান রেখেছে ??? নাকি সৌদ বংশের রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য এই জোট???

লেবাননের হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাইতারা করছে সৌদ রাজবংশ শুধু ইসরাইলের স্বার্থরক্ষাই জন্য।

আমাদের মুসলিমরা চাতকের মত চেয়ে থাকে ইহুদী আর পশ্চিমাদের প্রতিষ্ঠিত জাতিসংঘের দিকে। এর কি কোন পরিবর্তন হবে না???

হে বিশ্ব মুসলিম তোমাদের কি হয়েছে। হে বিশ্ব বিবেক তোমাদের কি একটু চিত্ত দাহ হয় না? তোমরা কি আবারও জাগতে পারনা???

No comments:

Post a Comment

Pages