একটি স্বাধীনতার প্রয়োজন - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

একটি স্বাধীনতার প্রয়োজন

Share This


বিজয়ের মাসে প্রথমে শ্রদ্ধার সাথে সরণ করি ৩০ লক্ষ বীর শহীদের ও ২ লক্ষ মা -বন যারা হারিয়ে ছিলো তাদের ইজ্জত এবং বীর মুক্তিযোদ্ধাদের যারা লড়াই করে ছিনিয়ে এনেছে লাল সবুজের এই বাংলাদেশ। ৪৮ বছর পূর্বে ঘেটে যাওয়া ৭১ সালের পাকিস্তান নির্বিচারে যে ভাবে বাঙ্গালিদের গণহত্যায় মেতে উঠেছিলো তার তীব্র নিন্দ ও প্রতিবাদ যানায়। বাংলাদেশ ও বাঙ্গালি জাতি যতো দিন থাকবে ততো দিন  ১৯৭১ সালে ঘটে যাওয়া নির্মম হত্যযোগ্য ভূলবে না। এটা আমাদের অতিতের ঘটনা।

 কোন জাতি তাদের অতিতকে ভুলে গিয়ে সমনের দিকে অগ্রসার হয় আবার কোন কোন জাতি তাদের অতিত কে স্মরণ করে সামনের দিকে অগ্রসার হয় ।  ৭১ আমাদের অতিত, বর্তমান, ভবিষ্যৎ এটা ভুলবার নয়। আমরা যদি একটু অতিতের দিকে তাকায় তাহলে দেখতে পাব, ৪শত বছর ধরে ব্রিটেন আর ফ্রান্স যুদ্ধ করেছে। আজও কি সেই ব্রিটেন আর ফ্রান্স তাদের যুদ্ধ আর শত্রুতা  নিয়ে আছে? আফগান সেনাপতি কালাপাহাড় ১৭ বার ভারত দখল করে সব লুটপাট করে আবার ছেড়ে দিয়ে যায়। এই তো আমরা দেখলাম 'হার্ড অফ এশিয়া' সম্মেলন তাদের বন্ধুত্ব তারা কি পূরন ইতিহাস নিয়ে পড়ে আছে?  ব্রিটেন যখন মার্কিনদের শাসন -শোষন করেছে, মার্কিনদের স্বাধীনতা দেওয়ার আগে হোয়িট হাউজ আগুন দিয়ে জালিয়ে দিয়ে ছিলো ব্রিটিন সেনারা তারা কি তাদের অতিত নিয়ে এখন পড়ে আছে?  ব্রিটেন ও মার্কিন একে অপরে অঙ্গ হয়ে গোটা বিশ্ব শাসন করছে। এটা কি সত্য নয়?

 দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় মার্কিনিদের আনবিক বোমার হামলায় জাপানের দুটি শহর ধ্বংস হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ নির্মম ভাবে নিহত হয়। কিন্তু সেই জাপান আজ কোথায়। মার্কিনীদের সাথে শত্রুতা করে কি জাপান আজ শিল্পোন্নত দেশ হয়েছে? জাপান ও মার্কিনীদের সম্পর্ক দেখলে বোঝা যায় তারা কি শত্রু?

 ইউরোপীয় ইউনিয়নের বর্তমান প্রধান জার্মানি  সব থেকে অর্থনৈতিক শক্তি ধর দেশ। গোটা বিশ্ব ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় জার্মানিকে আক্রমণ করে শিল্প কল কারখানা সব ধ্বংস করে দিয়েছে। জার্মান আজ যে পর্যায় এসেছে তাকি সকলের সাথে দ্বন্দ্ব আর শত্রুতা করে এসেছে? আমরা বাঙ্গালি জাতি আমরা গর্বিত কারণ বিশ্ব প্রায় সকল জাতির রয়েছে নির্মম ইতিহাস অত্যাচার আর শোষণের কিন্তু সেটা আমাদের  নেয়। আমরা মুক্তও স্বাধীনের স্বপ্ন দেখে ছিলাম, আমরা আমাদের স্বপ্নকে সফল করেছি আমরা স্বাধীন হয়েছি।

 আমরা বীরের জাতি আমরা যুদ্ধ করে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছি। আমরা স্বপ্ন দেখেছিলাম সফলতা এবং তা পেয়েছি। আমরা স্বপ্ন দেখি জাপান,জার্মান, করিয়া, সিংগাপুর মালয়েশিয়ার মত উন্নত হবো  কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য আজ আ,লীগ তার নিজ ক্ষমতার মোহে  পাকিস্তান, রাজাকার,যুদ্ধাপরাধী এই তিন টি শব্দ ব্যবহার করে বাঙ্গালি জাতিকে ধোঁকা দিয়ে যাচ্ছে। ক্ষমতা দখল করে টিকে থাকতে মেতে উঠেছে - খুন,গুম,হত্যা,ধর্ষণে আজ বাংলার মাটিতে একটি সাধারণ ব্যপারে পরিণত হয়েছে।

আজ গণতন্ত্রের নামে চলছে স্বৈরাচারী শাসন, শোষন, যুলুম নির্যাতন। এই সরকারের ৯ বছর শাসনামল পাকিস্তানের ২৩ বছরকে হার মানিয়েছে গুলিবিদ্ধ বাঙ্গালি লাশে, গুম আর ধর্ষণের মাধ্যমে। আজও কি আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছি???  আজ কি আমাদের প্রয়োজন নেই একটি স্বাধীন দেশ আগামী প্রজন্মের জন্য উপহার দেয়া??? আমরা যদি পাকিস্তানের হাত থেকে এইদেশকে সংগ্রাম করে মুক্ত করতে পারি তবে কি আমরা পারবোনা ভারতে আধীপত্ত ও গোলামি থেকে মুক্তি হওয়ার জন্য আ,লীগের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে??? একটি স্বাধীন বাংলাদেশ গড়তে???

No comments:

Post a Comment

Pages