বঙ্গবন্ধু হত্যাকারীদের বিদেশ যাওয়া এবং বিচার না হতে দেয়ার পেছনে কারা দায়ী?
*** ১৯৭৫ সনের ২১ সেপ্টেম্বর আওয়ামী- বাকশালীর নেতারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জারি করেছিলো কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স ( ordinance no XIX 1975 )যাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হতে না পারে এবং আওয়ামী- বাকশালীদের মন্ত্রীত্ব, এমপি গিরি ইত্যাদি বিঘ্নিত না হয়।
বঙ্গবন্ধুর আইনসভার আইনমন্ত্রী ও আওয়ামী- বাকশালীর শীর্ষ নেতা মনোরঞ্জন ধর নিজেই ইনডেমনিটি অর্ডিন্যান্সের খসড়া তৈরি করেছিলেন। আওয়ামী- বাকশালীর শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর হত্যা কারিদের বিদেশ যাওয়ার সময় সাথে করে এয়ারপোর্ট পৌছিয়ে দিয়ে ছিলো।

No comments:
Post a Comment