বঙ্গবন্ধুর হত্যাকারীদের কে বা কারা বাঁচিয়ে ছিলো?? - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

বঙ্গবন্ধুর হত্যাকারীদের কে বা কারা বাঁচিয়ে ছিলো??

Share This


বঙ্গবন্ধু হত্যাকারীদের বিদেশ যাওয়া এবং বিচার না হতে দেয়ার পেছনে কারা দায়ী?

***  ১৯৭৫ সনের ২১ সেপ্টেম্বর আওয়ামী- বাকশালীর নেতারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য জারি করেছিলো কুখ্যাত ইনডেমনিটি অর্ডিন্যান্স ( ordinance no XIX 1975 )যাতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হতে না পারে এবং আওয়ামী- বাকশালীদের মন্ত্রীত্ব, এমপি গিরি ইত্যাদি বিঘ্নিত না হয়।

 বঙ্গবন্ধুর আইনসভার আইনমন্ত্রী ও আওয়ামী- বাকশালীর শীর্ষ নেতা মনোরঞ্জন ধর নিজেই ইনডেমনিটি অর্ডিন্যান্সের খসড়া তৈরি করেছিলেন। আওয়ামী- বাকশালীর শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর হত্যা কারিদের বিদেশ যাওয়ার সময় সাথে করে এয়ারপোর্ট পৌছিয়ে দিয়ে ছিলো।

No comments:

Post a Comment

Pages