স্বাধীনতার এতো বছর পরেও কি আমরা দাঁড়াতে পারবোনা এদের পাশে ? - Iqbal Hussein Baltu

 Iqbal Hussein Baltu

ধর্ম দিলো পূর্ণতা, পশু হলো স্বাধীন চেতা।

স্বাধীনতার এতো বছর পরেও কি আমরা দাঁড়াতে পারবোনা এদের পাশে ?

Share This
মুক্তিযুদ্ধের ৪৫ বছর পরেও কি আমরা এদের পাশে দাড়াতে পারবো না ?

       ৭১- এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ আর দু'লক্ষ মা- বোন দিয়েছে আমার স্বাধীনতা। এ ভূমি আমার মাতৃভূমি, এ ভূমি আমার পৈত্রিক ভূমি, এ ভূমি আমার প্রাণের চেয়ে প্রিয় ভূমি, এ ভূমি আমার জন্মভূমি। এ ভূমি শাহ্- জালাল আর শাহ্- ফরহানের ভূমি, এ ভূমি বারো আওলিয়া বাংলার জনগণের।

       ঐ পদ্মা আর মেঘনা, ঐ মধুমতি আর সুরমা, তারি মাঝে বাংলা মিশে আছে। চিরো সবুজের নির্মল শুচিত প্রকৃতির মাঝে দেখো আমার বাংলা হাসিতেছে। কতো রুপ যৌবন জোয়ারে আমার বাংলা-ই বইছে। এরুপে মুগ্ধ শিল্পী -কবি লিখেছে কতো গান কবিতা শুর ছন্দ। আমার বাংলা আছে বিশ্ব মানচিত্রে, আছে দাড়িয়ে ঐ হিমালয়ের স্ফীতে।

      এ বাংলায় আমি বাঙ্গালী আমার গৌরব আমার অহংকার। আমরা সকলে বাঙ্গালী রক্তের সাথে মিশে আছে রক্ত। আমরা কি ভূলে গেছি ঐ শরণার্থী শিবির কথা, ক্ষুধা আর অনাহারে যন্ত্রাণাদায়ক দিন গুলো ওপারে বাঙ্গালী করেছিলো আপন সে যেন বহু যুগ পরে আবার মিলোন। এযে এক মায়ের গর্ভের দু' সন্তানের মিলন। আমি যে বাঙ্গালি আমরা যে বাঙ্গালি যা কংগ্রেসের থাবায় করেছিলো ছিন্ন।

      রক্ত জীবন আর লাশের বিনিময়ে অর্জিত আমার স্বাধীনতার এতে বছর পরেও কি মুছতে পারবোনা শহরাঞ্চলে ঐ ফুটপাথে পড়ে থাকা আমার বাংলা মায়ের সন্তানের এ নির্মম বেদনাময় দৃশ্য। তাদের জন্য কি আমাদের হৃদয়ে একটু সহানুভূতি জাগে না ?  আমাদের বিবেক আত্নায় কি একটুও হয়না চিত্তদাহ ?

      কেউ তো বলেনা মুক্তিযুদ্ধের চেতনায় নাগরিকের সমানাধিকারের কথা ?  মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধী, ক্ষমতার মোহে সকলি আজি মত্ত, ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার চেতনায়। আমাদের কি অন্ধ করে দিচ্ছে নারী, টাকা, বাড়ি আর গাড়ি ? আমার কি পারিনা অনাহারীর মুখে আহার দিতে ? বস্ত্রহীনদের বস্ত্র দিতে ?  এই ফুটপাথে পড়ে থাকা গৃহহীন অসহায় মানুষের বাসস্থান করে দিতে?  মানব সেবা-ই হোক আমাদের মূল চেতনা।

No comments:

Post a Comment

Pages