আজ সিরিয়ার ধ্বংসস্তূপের যে পরিণতি তার জন্য দায়ি সৌদি, আমিরাতের জোট আর এদের দোসর ইহুদী - খ্রিস্টান। সৌদি জোট তাদের রাজতন্ত্র টিকিয়ে রাখতে মধ্যপ্রাচ্যে যে লাশ আর রক্তের হলি খেলায় মেতে উঠেছে তার পরিণতি একদিন এই সৌদি রাজতন্ত্রের ভোগ করতে হবে। যদি এরদোগানে নির্দেশে তুর্কী সেনা বাহিনী সিরিয়া প্রবেশ না করতো, তবে সিরিয়ায় ধ্বংসস্তূপের পরিণতি হতো আরও ভয়াবহ।
সৌদি জোটের দেয়া অর্থে এক রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে মিসরে সিসিকে ক্ষমতায় বসিয়ে ক্ষান্ত হয়নি ইখুওয়ানের হাজার হাজার কর্মীকে হত্যা করেছে। আজও প্রতিনিয়ত মিসরে ইসলামী ব্রাদারহুড তথা ইখুওয়ানূল মুসলিমিনের কর্মীদের হত্যা, গুম, খুন করে রক্তাক্ত করছে মিসরের ললাট। ইখুওয়ানুল মুসলিমিন যদি হাতিয়ার তুলে সিসি বিরুদ্ধে রুখে দাড়াত, তবে সিসিকে সৌদিতে থাকতে হতো। হয়তো সিরিয়ার মত এর একটি দেশ মধ্যপ্রাচ্যে ধ্বংসস্তূপে পরিণত হতো।
সৌদি যে খেলা-ই খেলুক না কেন রাজতন্ত্র তাদের টিকিয়ে রাখা সম্ভাবনা -
রক্ত আর লাশের অভিশাপে ওই রাজতন্ত্র ধ্বংসস্তূপে পরিণত হবে।
No comments:
Post a Comment